ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

ঢাকা: রাজধানীর সবুজবাগের মাদারটেক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক হাওলাদার (৩০) এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জুলাই) দুপুর ২টার দিকে মাদারটেক নন্দীপাড়া ১নম্বর রোডের একটি টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে।

আব্দুর রাজ্জাক ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার চানপুর গ্রামের মৃত আব্দুল জয়নালের ছেলে। বর্তমানে তিনি স্ত্রী ও এক সন্তান নিয়ে নন্দীপাড়ার একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন।

নিহত চাচাতো ভাই মো. ইদ্রিস মোল্লা বাংলানিউজকে জানান,দুপুরে ওই টিনশেড বাড়িতে বৈদ্যুতিক সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আব্দুর রাজ্জাক। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল খান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।