ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

সৈয়দপুরে পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত করায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৬, জুলাই ২৪, ২০২১
সৈয়দপুরে পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত করায় মামলা ...

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ কর্মকর্তা আতাউর রহমানকে লাঞ্ছিতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) রাতে উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম ওই মামলা করেন।

মামলায় ব্যবসায়ী আতিফ হোসেন (২৬) ও আতিক হোসেনকে (২৪) আসামি করা হয়েছে।

করোনা প্রতিরোধে শুক্রবার থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধ অমান্য করে ব্যক্তিগত গাড়ি নিয়ে বেরিয়েছিলেন আতিফ ও আতিক। ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়ায় আতিফকে দেওয়া হয় ১ হাজার টাকা অর্থদণ্ড। কিন্তু জরিমানার টাকা পরিশোধ না করেই গাড়ি নিয়ে সটকে পড়েন তিনি। ধাওয়া করে এক পুলিশ কর্মকর্তা তাঁকে থামান। ক্ষিপ্ত হয়ে তিনি গাড়ি থেকে নেমে ওই পুলিশ কর্মকর্তাকে মারধর করেন। পিটিয়ে তাঁর পোশাক ছিঁড়ে দেওয়া হয়।

নীলফামারীর সৈয়দপুর পৌর শহরে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। আতিফ সৈয়দপুরের ব্যবসায়ী আলতাফ হোসেনের বড় ছেলে। মারধরের শিকার পুলিশ কর্মকর্তা আতাউর রহমান সৈয়দপুর থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বাংলানিউজকে জানান, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রমিজ আলমের নির্দেশে মামলা করা হয়েছে। আসামিরা পুলিশ প্রহরায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।