ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জার্মানির বন্যায় প্রাণহানিতে ড. মোমেনের শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
জার্মানির বন্যায় প্রাণহানিতে ড. মোমেনের শোক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

ঢাকা:  জার্মানির পশ্চিমাঞ্চলে বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার ( ২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাসকে পাঠানো এক বার্তায় ড. মোমেন শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শোক বার্তায় তিনি বলেন, বন্যায় যারা এখনো নিখোঁজ রয়েছেন, আহত হয়েছেন যারা বাড়িঘর হারিয়েছেন, তাদের জন্য আমাদের প্রার্থনা।

এই কঠিন পরিস্থিতি জার্মান কাটিয়ে উঠতে পারবে বলে আশা প্রকাশ করেন ড. মোমেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে শতাব্দীর মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়েছে জার্মানি। মৃতের সংখ্যা ১৫০ জনের বেশি। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো কয়েক হাজার মানুষ।  

বাংলাদেশ সময়: ১১৩৫ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
টিআর/এসআইএস   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।