ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পদ্মাসেতুর পিলারে ধাক্কা: ফেরির মাস্টার বরখাস্ত, তদন্ত কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
পদ্মাসেতুর পিলারে ধাক্কা: ফেরির মাস্টার বরখাস্ত, তদন্ত কমিটি

ঢাকা: মুন্সিগঞ্জের শিমুলিয়া-মাদারীপুরের বাংলাবাজার রুটে চলচলারত 'ফেরি শাহজালাল' সঠিকভাবে পরিচালনায় ব‍্যর্থ হওয়ায় ওই ফেরির ইনচার্জ ইনল‍্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিআইডব্লিউটিসি শুক্রবার (২৩ জুলাই) এ সংক্রান্ত আদেশ জারি করেছে।


                                              
বিষয়টি নিশ্চিত করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান।

তিনি আরো জানান, নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর পিলারের সঙ্গে ফেরি শাহজালালের সংঘর্ষের বিষয়টি তদন্তের জন্য বিআইডব্লিউটিসির পরিচালক (বানিজ্যিক) এসএম আশিকুজ্জামানকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অপর সদস্যরা হলেন- বিআইডব্লিউটিসিএর পরিচালক  (নৌ.স ও প) মো. শাহজাহান এবং বিআইডব্লিটিসির এজিএম (মেরিন) আহমেদ আলী ও  এজিএম (ইঞ্জিনীয়ারিং) রুবেলুজ্জামান।
 
কমিটিকে আগামী তিন দিনের মধ্যে সংস্থার চেয়ারম্যানের কাছে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
এমআইএইচ/আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।