ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সড়ক দুর্ঘটনায় নবজাতকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
সড়ক দুর্ঘটনায় নবজাতকের মৃত্যু

বরিশাল: বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী আনোয়ারা ক্লিনিকের সামনে সড়ক দুর্ঘটনায় তিনদিন বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে।  

গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মো. মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেলে আনোয়ারা ক্লিনিক থেকে নবজাতককে নিয়ে বাড়ি ফেরার জন্য ক্লিনিকের সামন থেকে অটোরিকশায় ওঠে শরিয়তপুরের ঘোষেরহাট এলাকার হাসান-নুসরাত দম্পতি।

এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা বিএমএফ পরিবহনের একটি বাস পেছন থেকে চলন্ত একটি মাহেন্দ্রাকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মাহেন্দ্রা উল্টে অটোরিকশার ওপর আছরে পড়লে অটোরিকশায় থাকা নবজাতক মায়ের কোল থেকে ছিঁটকে মহাসড়কের ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় বাস ও চালককে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।