ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

 এখনও গাদাগাদি করেই ঢাকায় ফিরছে মানুষ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩১ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
 এখনও গাদাগাদি করেই ঢাকায় ফিরছে মানুষ বাস স্ট্যান্ডে যাত্রীদের জটলা। ছবি: বাংলানিউজ

সাভার, (ঢাকা): ঈদ উদযাপন শেষে এখনও গাদাগাদি করেই সাভার ও আশুলিয়া হয়ে কর্মস্থল রাজধানীর বিভিন্ন এলাকা ফিরে আসছেন মানুষ।

বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে আশুলিয়ার নবীনগর ও বাইপাইল ত্রীমোড়ে মানুষের রাজধানীতে ফেরার চিত্র দেখা গেছে।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যাত্রীবাহী পরিবহনের চাপও। সেই সঙ্গে বিভিন্ন বাস স্ট্যান্ডে যাত্রীদের জটলা দেখা গেছে। এদিকে ঢাকা-আরিচা মহাসড়কে আমিনবাজার থেকে গাবতলী পর্যন্ত যানজটও লক্ষ্য করা গেছে।

সাভার ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই এডমিন) আব্দুস সালাম বাংলানিউজকে বলেন, গতকাল শুধু সাভারের সড়কগুলো পুরোপুরি ফাঁকা ছিলো। কিন্তু আজ সকাল থেকেই কমবেশি বাস চলেছে। রাতে আরও চাপ বারছে। মানুষ বাড়ি থেকে আসচ্ছে। সব পরিস্থিতি সমলাতে আমাদের ট্রাফিক পুলিশ সবসময় সড়কে আছে।

বাংলাদেশ সময়: ০৪২৯ ঘণ্টা, জুলাই ২২, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad