ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাবি থেকে মাদকসহ ৪ বখাটেকে থানায় হস্তান্তর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
ঢাবি থেকে মাদকসহ ৪ বখাটেকে থানায় হস্তান্তর

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাদকসহ চার বখাটেকে শাহবাগ থানায় হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২২ জুলাই) বিশ্বদ্যিালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- শাহিন হক শ্রাবণ (১৮), আরিফ আহমেদ (১৮), কাওছার আহমেদ (২৪) ও শাওন (১৮)। তাদের বাসা রাজধানীর পুরান ঢাকা এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটককৃতরা স্মৃতি চিরন্তন চত্বরের উদ্দেশ্যে যাওয়ার পথে ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবহৃত প্লাস্টিকের কোণে লাথি মারে এবং মেয়েদেরকে উত্ত্যক্ত করে। পরে উপস্থিত লোকজন তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে কেরু অ্যান্ড কোং এর বাংলা মদের বোতল উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আটকের পর তাদের সবাইকে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুদ্দিনের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩২৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad