ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় ৯ জুয়াড়িকে এক দড়িতে বেঁধে হাঁটিয়ে আদালতে পাঠালো পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জুন ২৫, ২০২১
সাতক্ষীরায় ৯ জুয়াড়িকে এক দড়িতে বেঁধে হাঁটিয়ে আদালতে পাঠালো পুলিশ ...

সাতক্ষীরা: করোনা সংক্রমণের মধ্যে নাওয়া খাওয়া ভুলে জুয়ার আড্ডায় মত্ত থাকা ৯ জুয়াড়িকে হাতে নাতে আটক করে হ্যান্ডকাফসহ এক দড়িতে বেঁধে হাঁটিয়ে আদালতে পাঠিয়েছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। একইসঙ্গে অন্যান্য মামলায় গ্রেফতার আরও ১১ জনকে আদালতে পাঠানো হয়।

শুক্রবার (২৫ জুন) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে শহরের পুরাতন সাতক্ষীরার কুলিন পাড়ার একটি পরিত্যক্ত বাড়ি থেকে আটক করা হয় ৯ জুয়াড়িকে।

আটক জুয়াড়িরা হলেন, পুরাতন সাতক্ষীরা এলাকার নয়ন, মারুফ, সাগর, আল আমিন, মধু মোল্যা, আবদুল্লাহ, তুহিন, আসাদুল ও মোমিন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শহরের পুরাতন সাতক্ষীরার কুলিনপাড়ার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করা হয়। আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুন ২৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।