ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কিং সালমান সেন্টারের ২০ লাখ কেজি খাদ্য বিতরণ চলছে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জুন ২৫, ২০২১
কিং সালমান সেন্টারের ২০ লাখ কেজি খাদ্য বিতরণ চলছে

কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের অর্থায়নে ৮০ হাজার খাবারের ঝুড়ি বিতরণ করা হচ্ছে। এটি বাস্তবায়ন করেছে বেসরকারি সংস্থা মুসলিম ওয়ার্ল্ড লীগ।

 

সংকটময় পরিস্থিতিতে প্রয়োজনীয় পুষ্টি ভারসাম্য অর্জনের লক্ষ্যে এই ব্যতিক্রমী উদ্যোগ। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিতরণ কর্মসূচি চলছে। এতে সারাদেশের পাঁচ লাখের বেশি হতদরিদ্র মানুষ উপকৃত হচ্ছে। পাশাপাশি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারাও পাচ্ছেন এ বিশেষ খাদ্য ঝুড়ি।

বিগত দুই বছরের বিভিন্ন সময়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি তারাও সহযোগিতাও করছেন।  

এই প্রকল্পটি দাতাদের চাহিদা তালিকার শীর্ষে সরাসরি প্রকল্প হিসেবে কিং সালমান সেন্টার থেকে এসেছে। প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জুন ২৫, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad