ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মৌলভীবাজার জেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ শ্রীমঙ্গলের নজরুল ইসলাম

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, জুন ২৪, ২০২১
মৌলভীবাজার জেলার ‘শ্রেষ্ঠ ইউএনও’ শ্রীমঙ্গলের নজরুল ইসলাম

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে শ্রীমঙ্গল উপজেলা ইউএনও নজরুল ইসলামকে ২০২০-২১ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে।

শুদ্ধাচার চর্চার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অসামান্য অবদান রাখায় ০৪-১০ গ্রেডের সরকারি কর্মকর্তাদের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী ইউএনও নির্বাচিত হন তিনি।



বুধবার (২৩ জুন) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানার সভাপতিত্বে এক অনুষ্ঠানে শ্রীমঙ্গলের ইউএনও নজরুল ইসলামের হাতে শুদ্ধাচার পুরস্কার সনদ ও ক্রেস্ট তুলে দেন।  

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে’সহ জেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এবং জেলার সব অতিরিক্ত জেলা প্রশাসকসহ অন্যান্য সহকর্মীদের ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

শ্রীমঙ্গল ইউএনও নজরুল ইসলাম বলেন, আমার এই প্রাপ্তি শ্রীমঙ্গলের কর্মস্পৃহাকে আরও গতিশীল করবে। এ পুরস্কার আগামীতে আরও ভালো কাজ করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, জুন ২৪, ২০২১
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।