ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, জুন ২২, ২০২১
নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের বাপ্পী চত্বরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।  

সোমবার (২১ জুন) রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- রাজু হোসেন (২২) ও ফরহাদ (১৮)।

জানা গেছে, বাপ্পী চত্বরে কাউসার মিয়ার নির্মাণাধীন ভবনে রড উঠানোর সময়ে রাস্তার পাশে থাকা হাই ভোল্টেজের তারে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় রাজু ও ফরহাদ।  

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাদের উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

হাসপাতালের আবাসিক চিকিৎসক আসাদুজ্জামান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, জুন ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।