ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

লাইসেন্স ছাড়া সয়াবিন তেল বিক্রি করায় লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, জুন ২১, ২০২১
লাইসেন্স ছাড়া সয়াবিন তেল বিক্রি করায় লাখ টাকা জরিমানা

ঢাকা: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স না নিয়েই সয়াবিন তেল বিক্রি করার অপরাধে ডলফিন এম এস কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২১ জুন) রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা। অভিযানে সংস্থাটির প্রসিকিউটিং অফিসার সাইদুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন।

বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, বিএসটিআইয়ের উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে ঢাকা মহানগরীর ডেমরা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আমুলিয়া মডেল টাউনের ডলফিন এম এস কোম্পানিতে বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়েই সয়াবিন তেল বিক্রি, বিতরণ ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করে।

বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, জুন ২১, ২০২১
আরকেআর/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।