ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাহজাদপুরে ১ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জুন ২১, ২০২১
শাহজাদপুরে ১ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পারকোলা বাজার, বিসিক বাসস্ট্যান্ড ও বাঘাবাড়ী তেলের ডিপো এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করা এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।  

সোমবার (২১ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

নেতৃত্ব দেন সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ গুহ।

তিনি বাংলানিউজকে জানান, ওই মহাসড়কের পূর্ব ও পশ্চিম পাশের পাকা, আধাপাকা ও কাঁচা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানে শাহজাদপুর থানা পুলিশও সহায়তা করে।  

সওজের সিরাজগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী মহাসড়কের প্রসস্থতা বাড়াতেই এ অভিযান চলছে। অন্যান্য স্থানেও একইভাবে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলেও জানান তিনি। ।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুন ২১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।