ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আরএমপির হটলাইনে ফোন দিলেই মিলবে ফ্রি অক্সিজেন সিলিন্ডার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জুন ১৫, ২০২১
আরএমপির হটলাইনে ফোন দিলেই মিলবে ফ্রি অক্সিজেন সিলিন্ডার

রাজশাহী: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) হটলাইনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীরা ফোন দিলেই বিনামূল্যে মিলবে অক্সিজেন সিলিন্ডার। এজন্য আরএমপির উদ্যোগে ৫০টি অক্সিজেন সিলিল্ডার দিয়ে গঠন করা হয়েছে ‘পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক’।

করোনায় আক্রান্ত পুলিশ সদস্য ও সাধারণ জনগণ হটলাইনে ফোন দিলেই অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবে পুলিশ।  

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে আরএমপি সদর দফতরে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এ কার্যক্রমের উদ্বোধন করেন।

আরএমপি কমিশনার জানান, করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে কেউ ভুগছেন এমন কেউ সেই সংবাদ আরএমপির কন্ট্রোল রুমের ফোন নম্বরে (০১৩২০০৬৩৯৯৮) জানালে বাড়িতে গিয়ে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে। এ কার্যক্রম পরিচালনায় প্রাথমিকভাবে ১০ জন পুলিশ সদস্যকে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার, সিলিন্ডার স্পিড মাত্রা নির্ধারণ, রিফিল করতে ট্রেনিং দেওয়া হয়েছে। শিগগিরই তাদের সংখ্যা আরও বাড়ানো হবে।

এ কার্যক্রম উদ্বোধনের সময় আবু কালাম সিদ্দিক বলেন, স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে করোনার সেকেন্ড ওয়েভে আক্রান্ত রোগীদের প্রথম থেকেই অক্সিজেনের অভাবে শ্বাসকষ্ট হয়। এ সংকট থেকে করোনায় আক্রান্ত রোগীদের সহায়তা করতে ৫০টি অক্সিজেন সিলিল্ডার দিয়ে এ কার্যক্রমের যাত্রা শুরু হলো। কয়েকদিনের মধ্যেই এ সংখ্যা ১০০-তে উন্নীত করা হবে। পর্যায়ক্রমে প্রয়োজন অনুসারে আরও অক্সিজেন সিলিন্ডার সংযোজন করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. মজিদ আলী, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জুন ১৫, ২০২১
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।