ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

হাজারীবাগে বিস্ফোরণে নারী শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫১, জুন ১৫, ২০২১
হাজারীবাগে বিস্ফোরণে নারী শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর হাজারীবাগ এলাকায় ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সালমা (৩০) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ জুন) রাত ৩টার দিকে হাজারীবাগের বেড়িবাধ আরএস সিএনজি স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।



মুমূর্ষু অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মঙ্গলবার (১৫ জুন) ভোর সাড়ে ৪টায় মৃত ঘোষণা করেন।

হাজারীবাগ থানার উপ-পরিদশর্ক (এসআই) মো. জাফর হোসেন জানান, রাতে একটি ট্রাক বেড়িবাধে আরএস সিএনজি স্টেশনে গ্যাস নিচ্ছিলো। তখন খালি ট্রাকটির ওপরে বসা ছিলেন ওই নারী। তিনি ওই ট্রাকেরই লেবার হিসেবে কাজ করতেন। আরও কয়েকজন শ্রমিক ও চালক তখন ট্রাকের আশেপাশে দাঁড়িয়ে ছিলেন। গ্যাস নেওয়ার সময় হঠাৎ ট্রাকের গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ট্রাকের ওপরে বসে থাকা ওই নারী ছিটকে এক দেড়শ হাত দূরে গিয়ে পড়েন। আর বিস্ফোরণে ট্রাকেরও ক্ষতি হয়।

তিনি জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে, সেখানে নেওয়ার পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আর কেউ আহত হয়নি। ট্রাকটি জব্দ করা হয়েছে।  

নিহত নারীর বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুন ১৫, ২০২১
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।