ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুনামগঞ্জে বালু-পাথর জব্দ, সাড়ে ৭৪ লাখ টাকায় নিলামে বিক্রি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, জুন ১৪, ২০২১
সুনামগঞ্জে বালু-পাথর জব্দ, সাড়ে ৭৪ লাখ টাকায় নিলামে বিক্রি  ...

সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলার চলতি নদী থেকে অবৈধভাবে উত্তোলনকৃত ১ লাখ ঘনফুট পাথর এবং ২ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। পরে সেগুলো নিলামে বিক্রি করা হয়েছে।

 

সোমবার (১৪ জুন) বিকেলে চলতি নদীর সুনামগঞ্জ সদর উপজেলায় সিলেটের পরিবেশ অধিদপ্তর, পুলিশ, র‌্যাব-৯ সুনামগঞ্জ ও জেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে এসব পাথর-বালু জব্দ করা হয়। পরে জব্দকৃত পাথর এবং বালু তাৎক্ষণিক নিলামে ভ্যাট ও আইটিসহ পাথর ৫০ লাখ ২০ হাজার টাকা এবং বালু ২৪ লাখ ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

অভিযানের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।

তিনি জানান, এখানে কোনো ইজারা নেই। কিন্তু নদীর পাড় কেটে একটি চক্র বালু-পাথর উত্তোলন করছে। তাই যৌথভাবে অভিযান পরিচালনা করে বালু-পাথরগুলো জব্দ করে তাৎক্ষণিক নিলামে বিক্রি করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুন ১৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।