ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

নবাবগঞ্জে দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৫, জুন ১৪, ২০২১
নবাবগঞ্জে দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ  ছবি: বাংলানিউজ

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (১৪ জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেশিন বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ এর আয়োজন করে।  

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।  

এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার ঢাকা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাইদুর রহমান খান সোহেল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিনসহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতারা।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জুন ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।