ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আখাউড়ায় জাল টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জুন ১৪, ২০২১
আখাউড়ায় জাল টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার আটক স্বামী-স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় জাল টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।  

সোমবার (১৪ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

গ্রেফতাররা হলেন- একই উপজেলার মোগড়া ইউনিয়নের জাঙ্গাল গ্রামের হারিছ মিয়ার ছেলে ওবায়দুল হক (৩৮) ও স্ত্রী জাহানারা বেগম কমলা (৩৫)।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে রোববার (১৩ জুন) রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১০০ টাকার ১০৫টি জাল নোটসহ তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সোমবারে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে আখাউড়া থানায় ওবায়দুল হকের বিরুদ্ধে ডাকাতা, ছিনতাইসহ চারটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুন ১৪, ২০২১
এসআরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।