ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লোকগান, নাটিকা, বিজ্ঞাপনে করোনা প্রতিরোধে সচেতনতার আহ্বান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জুন ১৪, ২০২১
লোকগান, নাটিকা, বিজ্ঞাপনে করোনা প্রতিরোধে সচেতনতার আহ্বান লোকগান, নাটিকা, বিজ্ঞাপনে করোনা প্রতিরোধে সচেতনতা আহ্বান

নারায়ণগঞ্জ: ‘মানতে হবে স্বাস্থ্যবিধির উপদেশ তবেই করোনা মুক্ত হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে আড়াইহাজার উপজেলার মানুষকে সচেতন করার লক্ষ্যে লোকগান, নাটিকা বিজ্ঞাপন ও ক্যারাভান প্রদর্শনীসহ বিভিন্ন প্রচারমূলক কাজ শুরু করা হয়েছে।

সোমবার (১৪ জুন) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা এই কর্মসূচির উদ্ধোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আশরাফুল আমীন, ডা. চেমন আরা, ডা. গোলাম মোস্তফা প্রিন্স ও আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ। অনুষ্ঠানের আয়োজন করেন ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর।  

ডা. সায়মা আফরোজ ইভা জানান, বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারির ভয়াবহ রুপ ধারণ করেছে। তার প্রতিরোধে আমাদের সচেতন থাকতে হবে। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জুন ১৪, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।