ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

নারীর অধিকারহরণ-নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জুন ১৪, ২০২১
নারীর অধিকারহরণ-নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান

ঢাকা: নারীর অধিকারহরণ ও পাশবিক নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ।

সোমবার (১৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি নারী কর্মকর্তাদের দিয়ে ‘গার্ড অব অনার’ না দেওয়ার প্রস্তাব গ্রহণ করায় বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেন।



বিবৃতিতে তারা বলেন, ‘গার্ড অব অনার’ কোনো ধর্মীয় বিষয় নয়, রাষ্ট্রের বিশেষ আনুষ্ঠানিক কর্মধারার অংশ মাত্র। আমাদের সংবিধানে নারী-পুরুষের সমানাধিকারের কথা উল্লেখ থাকা সত্ত্বেও সংসদীয় কমিটির এ ধরনের বৈষম্যমূক বিভাজন গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে অবিলম্বে এ ধরনের আত্মঘাতী উদ্যোগ নেওয়া থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

বিবৃতিতে সংস্কৃতিচর্চাসহ সমাজের বিভিন্ন স্তরে নারীর ওপর জবরদস্তিমূলক পাশবিক নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। সম্প্রতি অভিনেত্রী পরীমনিকে ধর্ষণচেষ্টা সমাজে নারীর অসহায়ত্বের চিত্রই তুলে ধরে।

বিবৃতিতে এসব অপকর্মের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জুন ১৪, ২০২১
ডিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।