ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেগমগঞ্জে বাবু বাহিনীর সদস্য সজিব অস্ত্রসহ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জুন ১৪, ২০২১
বেগমগঞ্জে বাবু বাহিনীর সদস্য সজিব অস্ত্রসহ আটক

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সন্ত্রাসী বাবু বাহিনীর সদস্য সজিব হোসেনকে (১৯) অস্ত্র ও কার্তুজসহ আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ জুন) দুপুর ২টায় আটক সজিবকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সজিব বেগমগঞ্জ উপজেলার এনায়েত নগর গ্রামের শাহ আলমের ছেলে।
  
এর আগে, রোববার রাতে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের আপ্তারামপুর গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে একটি দেশীয় পাইপগান ও একটি কার্তুজ জব্দ করা হয়।
  
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার রাতে বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের আপ্তারামপুর গ্রামের কারিমের বাড়িতে বাবু বাহিনীর সন্ত্রাসীরা হামলা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে সজিবকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে এ অস্ত্র ও কার্তুজ পাওয়া যায়।
 
ওসি আরো জানান, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। মামলা নম্বর-২৫। আটক সজিবকে দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুন ১৪, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad