ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পোশাক শ্রমিক জেসমিন হত্যার বিচার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জুন ১৪, ২০২১
পোশাক শ্রমিক জেসমিন হত্যার বিচার দাবি ছবি: সংগৃহীত

ঢাকা: ইপিজেডের পোশাক শ্রমিক জেসমিন হত্যা ও শ্রমিকদের ওপর পুলিশের গুলি-নির্যাতনের বিচার দাবি করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।

সোমবার (১৪ জুন) গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আহসান হাবিব বুলবুল এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃদ্বয়, বকেয়া পাওনার দাবিতে আন্দোলনরত ঢাকা ও আদমজি ইপিজেডের পোশাক শ্রমিকদের ওপর পুলিশের গুলি-নির্যাতনের নিন্দা, পুলিশি হামলার সময় নিহত শ্রমিক জেসমিনের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে দায়ীদের শাস্তি এবং লেনি ফ্যাশন, লেনি অ্যাপারেলস, কুনতং অ্যাপারেলস, এ-ওয়ান বিডি পোশাক কারখানার মালিকদের গ্রেফতার ও সম্পদ বাজেয়াপ্ত করে অবিলম্বে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি জানান।

গুলি আর নির্যাতনের ভয় দেখিয়ে ক্ষুধার্ত শ্রমজীবী মানুষের ক্ষোভ থেকে রক্ষা পাওয়া যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতারা।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জুন ১৪, ২০২১
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।