ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুড়িলে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, জুন ১৪, ২০২১
কুড়িলে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় মুসা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক নতুনবাজার শাহজাদপুর এলাকায় একটি কম্পিউটারের দোকানে কাজ করতেন।

রোববার (১৩ জুন) রাত ৮টার দিকে কুড়িল বিশ্বরোড এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহত যুবক বরগুনা পাথরঘাটা উপজেলার সগির মিয়ার ছেলে। তিনি মধ্যবাড্ডার পাঁচতলা এলাকায় থাকতেন।

বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এএসআই মহিউদ্দিন জানান, আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার সময় ওই যুবক মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। তার হাত থেকে ছিটকে পড়া মোবাইল ফোনের  মাধ্যমে নিহত যুবকের নাম-পরিচয় শনাক্ত করা হয়।

মৃতদেহ এখনও পুলিশ হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান এএসআই মহিউদ্দিন।

বাংলাদেশ সময়: ০২০৯ ঘণ্টা, জুন ১৪, ২০২১
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।