ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শিবগঞ্জে ৭৭ লাখ টাকার চোরাই মোবাইল ফোন জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, মে ১৭, ২০২১
শিবগঞ্জে ৭৭ লাখ টাকার চোরাই মোবাইল ফোন জব্দ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৭৭ লাখ টাকার চোরাই মোবাইল ফোন জব্দ  করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

রোববার (১৭ মে ) দিনগত রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

এ ব্যাপারে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আমীর হোসেন মোল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করে সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের পৃথক দু’টি টহল দল কিরণগঞ্জ সীমান্ত এলাকার সীমান্তের মেইন পিলার ১৭৯ এর দুই দিকে বিশেষ অভিযান চালায়। এ সময় ১৭৯ মেইন পিলারের গোড়ায় শূন্য লাইনে চোরাকারবারীদের ধাওয়া করলে চোরকারবারীরা ছয়টি প্যাকেট ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। পরে প্যাকেটগুলো খুলে তাতে ৩৩৭টি ভারতীয় বিভিন্ন ধরনের চোরাই মোবাইল ফোন পাওয়া যায়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর মূল্য ৭৬ লাখ ৭০ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ১৭, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।