ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আলমডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, মে ১৫, ২০২১
আলমডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু ...

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বজ্রপাতে সমির উদ্দিন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মে) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

 

সমির উদ্দিন উপজেলার হারদী গ্রামের থানাপাড়ার মহত আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, বিকেলে ঝড়-বৃষ্টির সময় গ্রামের মাঠে গরু আনতে যান সমির উদ্দিন। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হলে ঘটনাস্থলেই পড়ে থাকেন তিনি। পরে তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. আবু জাহিদ মাসুম জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।  

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, মে ১৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।