ঢাকা: করোনা ভাইরাস রোধে সরকারের সব ধরনের স্বাস্থ্যবিধি উপেক্ষা করে পবিত্র ঈদুল ফিতরের উদযাপনে হাতিরঝিলে এসে জড়ো হয়েছে রাজধানীবাসী।
পুরো হাতিরঝিল এলাকা ঘুরে দেখা গেছে, কোথাও সামাজিক দূরত্ব মেনে দাঁড়ানোর মতো জায়গা নেই।

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় মানুষ ছুটির দিনে হাতিরঝিলে এসেছেন বিনোদনের জন্য।

দুপুরের পর থেকে হাতিরঝিল এলাকায় অপেক্ষা করলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষের ভিড় বাড়তে থাকে। রাজধানীর বিভিন্ন স্থান থেকে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িতে করে মানুষ হাতিরঝিলে আসছেন। হাতিরঝিলে আগতদের অর্ধেকই তরুণ-তরুণী। বাকিরা এসেছেন স্ত্রী-সন্তান নিয়ে। সামাজিক দূরত্বের বালাই না থাকলেও ঘুরতে আসা তরুণ-তরুণীদের মধ্যে অনেককেই মাস্ক ছাড়াই ঘুরতে দেখা গেছে।
হাতিরঝিল এলাকায় দায়িত্বরত নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, মানুষকে জোর করে কিছু বোঝানো যায় না। করোনায় এত মারা যাচ্ছে। করোনা আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়ছে তবুও করোনার ভয় মানুষের মধ্যে কাজ করছে না।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, মে ১৪,২০২১
এসই/আরআইএস