ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যেকোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাংলাদেশের আছে: যুক্তরাষ্ট্র

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, মে ১৩, ২০২১
যেকোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাংলাদেশের আছে: যুক্তরাষ্ট্র যুক্তরাস্ট্রের পতাকা

ঢাকা: কোয়াডে যোগদান নিয়ে চীনা রাষ্ট্রদূতের মন্তব্যের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র জানিয়েছে, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাংলাদেশের আছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এ কথা বলেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে নেড প্রাইস বলেন, চীনা রাষ্ট্রদূতের বিষয়টি আমরা জেনেছি। স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের নিজেদের মত করে পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত গ্রহণের অধিকার আছে। আমরা এই অধিকারের প্রতি শ্রদ্ধাশীল।

গত সোমবার চীনা রাষ্ট্রদূত বলেছিলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট কোয়াডে বাংলাদেশ যোগ দিলে বাংলাদেশ- চীন সম্পর্ক নষ্ট হবে। এ কথার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছিলেন, চীনা রাষ্ট্রদূত আগ বাড়িয়ে এটা বলেছেন। এই জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। আর বাংলাদেশ কোন জোটে যাবে না যাবে সে সিদ্ধান্ত একান্তই বাংলাদেশের।

বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, মে ১৩,২০২১
টিআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad