ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাবা-মায়ের সঙ্গে ঈদ করা হলো না নাছিরের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, মে ১২, ২০২১
বাবা-মায়ের সঙ্গে ঈদ করা হলো না নাছিরের প্রতীকী ছবি

পিরোজপুর: বাবা-মায়ের সঙ্গে ঈদ করার জন্য বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মো. নাছির ফকির (৩০) নামে এক এনজিও কর্মী (বেসরকারি সংস্থা) নিহত হয়েছেন।  

এ সময় তাকে বহন করা মোটরসাইকেল চালক একই এনজিওর কর্মকর্তা মো. খোকন শেখ (২৬) গুরুতর আহত হয়েছেন।

তারা ‘রিক’ নামে একটি এনজিওতে কর্মরত।  

মঙ্গলবার (১১ মে) রাতে জেলার নাজিরপুর উপজেলার ভাইজোড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নাছির সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কাথুরিয়া গ্রামের ইদ্রিস আলী ফকিরের ছেলে।  

নিহতের খালাতো ভাই মো. ওবায়দুল ইসলাম জানান, নাছির ‘রিক’ নামের একটি এনজিওর কেডিট অফিসার হিসেবে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ব্রাঞ্চে কর্মরত ছিলেন। তিনি বাবা-মার সঙ্গে ঈদ করতে মঙ্গলবার (১১ মে) রাতে কুমিল্লা থেকে একই এনজিওর একই ব্রাঞ্চে কর্মরত তার বন্ধু ব্রাঞ্চ ম্যানেজার খোকন শেখের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ঈদের পর তার বিয়ের দিন তারিখ ঠিক ছিলো।

আহত মোটরসাইকেল চালক এনজিও কর্মকর্তা খোকন শেখ বলেন, আমরা মোটরসাইকেলে করে ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলাম। পথে রাত পৌনে ১১টার দিকে পিরোজপুর-নাজিরপুর সড়কের ভাইজোড়া নামক স্থানে পৌঁছার পর পেছনে বসে থাকা নাছির হঠাৎ পড়ে যায়। তার পড়ে যাওয়ার ধাক্কায় আমিও মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে আহত হই। তবে গুরুতর অবস্থায় নাছিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক অশেষ প্রতীম রায় বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, মে ১২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।