ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈদের আগেই সরকারি সব বকেয়া বিল পরিশোধের নির্দেশ 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, মে ৭, ২০২১
ঈদের আগেই সরকারি সব বকেয়া বিল পরিশোধের নির্দেশ 

ঢাকা: রাজস্ব উন্নয়ন খাতে প্রাপ্য বিলগুলো ঈদের ছুটির আগে পরিশোধের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশ দিয়েছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগ মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে সব সিনিয়র সচিব/সচিবদের নির্দেশ দিয়ে বুধবার (০৫ মে) চিঠি পাঠানো হয়েছে।

 

চিঠিতে বলা হয়, মন্ত্রণালয়/বিভাগ ও অধিনস্থ দপ্তর/সংস্থাগুলোকে রাজস্ব উন্নয়ন খাতে ক্রয় আদেশ/কার্যাদেশের বিপরীতে সম্পাদিত কাজ কেনার প্রাপ্য বিলগুলো ঈদের ছুটির আগে বিধি মোতাবেক পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।  

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।  

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, করোনাকালীন বিভিন্ন কাজের জন্য বেসরকারি প্রতিষ্ঠান থেকে কার্যাদেশ থাকায় সেসব প্রতিষ্ঠানও সংকটে পড়েছে। এর মধ্যে সংবাদপত্রের বকেয়া বিলও রয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকে দাবি এবং সংকটের মধ্যে তাদের বিল পরিশোধের উদ্যোগ নিয়েছে সরকার।

বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, মে ৭, ২০২১
এমআইএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad