ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সুন্দরবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩০, মে ৩, ২০২১
সুন্দরবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

বাগেরহাট : সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (০৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

বনবিভাগ ও শরণখোলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে কীভাবে কতোটা জায়গা জুড়ে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন।

তিনি বলেন, ঘণ্টাখানেক আগে দাসের ভারানি এলাকায় আগুন লাগে। টের পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে বনরক্ষীরাও কাজ করছেন। আগুন যাতে বনের মধ্যে ছড়াতে না পারে, সে জন্য আমরা আগুনের স্থানের চারপাশে ফায়ার ক্যানেল কাটতে শুরু করেছি। আশা করি, খুব শিগগিরই আগুন নেভাতে পারব।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, মে ০৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ