ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বারভিডার প্রস্তাব বাজেটে বাস্তবায়ন দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
বারভিডার প্রস্তাব বাজেটে বাস্তবায়ন দাবি সংবাদ সম্মেলন

ঢাকা: ২০২১-২২ অর্থবছরের বাজেটে বারভিডার প্রস্তাবগুলো বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে বারভিডা কার্যালয় থেকে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আবদুল হক এসব বক্তব্য তুলে ধরেন।


 
তিনি বলেন, করোনার কারণে সৃষ্ট বিপর্যস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে ২০২১-২০২২ অর্থবছরের জাতীয় বাজেটে বারভিডা তাদের প্রস্তাবগুলোর বাস্তবায়ন দেখতে চায়। চলমান করোনা মহামারি পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত রাখতে সরকার যে চ্যালেঞ্জ মোকাবিলা করছে তাতে যথাযথ রাজস্ব দেওয়ার মাধ্যমে বারভিডা সরকারের পাশে থাকার অঙ্গীকারও করেছে বারভিডা।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন- বারভিডার ভাইস প্রেসিডেন্ট মোহা. সাইফুল ইসলাম সম্রাট ও মো. জসিম উদ্দিন মিন্টু, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মোখলেছুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য আবু হোসেন ভূঁইয়া (রানু) ও মো. ইউনূছ আলী।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
এসই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।