ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে করোনার দ্বিতীয় ডোজ নিলেন আরো ১৩ হাজার ৬৫৭ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২১
সিলেটে করোনার দ্বিতীয় ডোজ নিলেন আরো ১৩ হাজার ৬৫৭ জন

সিলেট: লকডাউনের সময়ও দ্বিতীয় ডোজ নিতে টিকা গ্রহিতাদের আগ্রহে ভাটা পড়েনি। বরং দ্বিতীয় ডোজ গ্রহণে আগ্রহ বাড়ছে মানুষের।

 

শনিবার (১৭ এপ্রিল) সিলেটের চার জেলায় ও মহানগর এলাকায় করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন আরো ১৩ হাজার ৬৫৭ জন। এরমধ্যে ৮ হাজার ৩৬৪ জন পুরুষ ও ৫ হাজার ২৯৩ জন নারী। একই দিনে প্রথম ডোজ নিয়েছেন ৫৩৩ জন, যেখানে পুরুষ ৩৩৮ জন এবং নারী ১৯৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের সিলেট কার্যালয়ের দেওয়া তথ্যমতে, এদিন বিভাগের দ্বিতীয় ডোজ নেওয়া ১৩ হাজার ৬৫৭ জনের মধ্যে সিলেট জেলায় ৪ হাজার ৩৮২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৮১ জন, হবিগঞ্জে ২ হাজার ৯৪৫ জন এবং মৌলভীবাজারে রয়েছে ৩ হাজার ৯৪৯ জন।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, শনিবার ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এক হাজার ১৩৫ জন পুরুষ এবং ৯১১ জন নারী করোনার দ্বিতীয় ডোজ নিয়েছেন। ওই হাসপাতালে প্রথম ডোজ নিয়েছেন ৫০ জন পুরুষ ও ৪৪ জন নারী।

এছাড়া পুলিশ লাইন্স হাসপাতালে দ্বিতীয় ডোজ নেওয়া পুরুষ ২০৩ জন এবং নারী ৯৪ জন। প্রথম ডোজ গ্রহিতাদের মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ১১ জন।

স্বাস্থ্য অধিদফতরের সিলেট কার্যালয়ের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমানের দেওয়া তথ্যমতে, বিভাগে ৩ লাখ ৭১ হাজার ৩১৩ জন করোনা ভ্যাকসিন নিতে রেজিস্ট্রেশন করেন। তাদের মধ্যে ২লাখ ৯৫ হাজার ১৯ জন প্রথম ডোজ নিয়েছেন। শনিবার পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮৭ হাজার ৫৫ জন। বিভাগের চার জেলায় এখনো ১০ হাজার ৪৩৩টি করোনা ভ্যাকসিনের ভায়াল মজুত রয়েছে। প্রতিটি ভায়ালে আছে ১০টি করে ডোজ। সে হিসেবে এক লাখ ৪ হাজার ৩৩০ ডোজ ভ্যাকসিন মজুত রয়েছে।  


বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২১
ইইউডি/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।