ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সন্তান প্রসবের পর মারা গেলেন করোনা আক্রান্ত মা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
সন্তান প্রসবের পর মারা গেলেন করোনা আক্রান্ত মা

ঢাকা: বেসরকারি টেলিভিশন ৭১ টিভির অ্যাসোসিয়েট নিউজ প্রডিউসার রিফাত সুলতানা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার (১৬ এপ্রিল) বিকেল ৫টায় রাজধানীর ইমপালস হাসপাতালে তিনি মারা যান।

সন্তানসম্ভবা অবস্থায় প্রায় আট দিন তিনি করোনার সঙ্গে লড়াই করেছেন। সকালে হাসপাতালে সিজার করে তার কন্যাসন্তানের জন্ম হয়। সিজারের পর থেকে আর জ্ঞান ফেরেনি রিফাত সুলতানার। রিফাত সুলতানার তিন বছরের আরও দুটো জমজ সন্তানও রয়েছে। রিফাত সুলতানার জন্ম ময়মনসিংহে। সপরিবারে ঢাকার বনশ্রীতে থাকতেন তিনি। শুরু থেকেই ৭১ টেলিভিশনে কর্মরত ছিলেন তিনি।

৭১ টিভির নির্বাহী প্রযোজক (বার্তা) শিকদার লোটাস সবুজ বাংলানিউজকে বলেন, রিফাত সুলতানা আমার অধীনে কাজ করতেন। তার জমজ দুটো সন্তান রয়েছে। তাদের বয়স প্রায় তিন বছর। সকালে ইমপালস হাসপাতালে রিফাতের কন্যা সন্তানের জন্ম হয়। আর বিকেলের দিকে তার মৃত্যু হয়। তার সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি জানান, রিফাতের স্বামী নাজমুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে মুগদা হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
এমআইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।