ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

হেফাজত নেতা মাওলানা জুবায়ের গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
হেফাজত নেতা মাওলানা জুবায়ের গ্রেফতার মাওলানা জুবায়ের আহমদ

ঢাকা: নাশকতার অপরাধে দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা জুবায়ের আহমদকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ।

শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর লালবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জুবায়েরের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলা ছাড়াও নাশকতার অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

ডিএমপির গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মো. মাহবুব আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হেফাজতের নেতা জুবায়েরের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলা ছাড়াও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। এদিকে তার বিরুদ্ধে দায়ের করা আগের মামলাগুলোর গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া নতুন করে তার বিরুদ্ধে নাশকতার মামলাও দায়ের করা হয়েছে।

গ্রেফতার হওয়া মাওলানা জুবায়ের আহমদ হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি মুফতি আমিনীর জামাতা হিসেবেও পরিচিত।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।