ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্বাস্থ্যবিধি না মানায় ডিএসসিসির অভিযানে ১৩ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
স্বাস্থ্যবিধি না মানায় ডিএসসিসির অভিযানে ১৩ মামলা

ঢাকা: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান বিধিনিষেধ না মানায় ১৩ মামলায় ৩৩ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

শুক্রবার (১৬ এপ্রিল) ডিএসসিসির আওতাধীন বিভিন্ন এলাকায় একযোগে ৬টি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ মামলা দায়ের করেন।

ডিএসসিসির অঞ্চল ১, ২ ও ৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের (আনিক) পাশাপাশি করপোরেশনের সম্পত্তি বিভাগের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

অভিযানে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান বিধিনিষেধ অমান্য করে হোটেলে বসিয়ে খাবার পরিবেশন, স্বাস্থ্যবিধি না মানা এবং অনুমোদনবিহীন দোকান খোলা রাখায় মোট ১৩টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ৩৩ হাজার ৭০০ টাকা জরিমানাও আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।