ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোল সীমান্তে ৮৮ কেজি গাঁজাসহ আটক ১

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
বেনাপোল সীমান্তে ৮৮ কেজি গাঁজাসহ আটক ১ গাঁজাসহ আটক ছহির উদ্দিন

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজাসহ ছহির উদ্দীন (৪৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১৬ এপ্রিল) দুপুর থেকে বিকেলে পর্যন্ত অভিযানে মাদকের চালানসহ তাকে আটক করা হয়।

ছহির উদ্দীন মাদকবিক্রেতা বেনাপোল পোর্ট থানাধীন ঘিবা গ্রামের ছাত্তার আলীর ছেলে।

বিজিবি জানায়, সীমান্ত পথে ভারত থেকে মাদকের একটি চালান দেশে ঢুকছে— এমন গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। একপর্যায়ে মাদক নিয়ে বিক্রেতারা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে তাদের ধাওয়া করা হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ৮৮ কেজি গাঁজাসহ ছহির উদ্দীনকে আটক করা হয়।  

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বাংলানিউজকে জানান, আটক ওই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।