ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শেরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
শেরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

শেরপুর: শেরপুর সদর উপজেলায় শাহানা বেগম (৩৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর টানকাছার গ্রামে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শাহানার স্বামীর নাম আয়নাল হক।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৪ এপ্রিল) সকালে বোরো ধান সিদ্ধ করাকে কেন্দ্র করে শাহানার সঙ্গে তার এক জায়ের কথা কাটাকাটি হয়। এছাড়া টাকা-পয়সা নিয়েও তাদের পারিবারিক কলহ ছিল। এসব বিষয়ের জের ধরে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দিনগত রাতের কোনো এক সময় বাড়ির পার্শ্ববর্তী একটি কাঁঠাল গাছের ডালের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন শাহানা।

শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, সুরতহাল প্রতিবেদন শেষে শাহানার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন দেখে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।