ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সিলেটে শিশুর বিচ্ছিন্ন ২ পা উদ্ধার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
সিলেটে শিশুর বিচ্ছিন্ন ২ পা উদ্ধার 

সিলেট: সিলেটে নগরের মানিকপীর সড়ক সংলগ্ন ডাস্টবিন থেকে শিশুর বিচ্ছিন্ন দু’টি পা উদ্ধার করা হয়েছে।  

সোমবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে মানিকপীর মাজারের পার্শ্ববর্তী চারাদিঘীরপাড় হারুন স্টোরের সংলগ্ন ডাস্টবিন থেকে পা দু’টি উদ্ধার করে পুলিশ।

 

স্থানীয় সূত্র জানান, স্থানীয়রা ডাস্টবিনে শিশুর দু’টি বিচ্ছিন্ন পা দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে অঙ্গগুলো উদ্ধার করে।  

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফরহাদ খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পা দু’টি ৭/৮ বছরের শিশুর। ধারণা করা হচ্ছে, মানিকপীর মাজার সংলগ্ন কবরস্থান থেকে কোনো প্রাণী শিশুর পা দু’টি টেনে বের করে নিয়ে আসে। পা দু’টি উদ্ধারের পর মানিকপীর (র.) মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

তিনি বলেন, এর আগেও ওই এলাকায় একাধিকবার শিশুর হাত পায়ের ছিন্ন বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়। কবরস্থান অরক্ষিত থাকায় শিয়াল-কুকুর কবর থেকে মরদেহ তুলে রাস্তায় ফেলে যায়। এটাও এ ধরনেরই একটি ঘটনা।  

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।