ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অস্ত্রধারীদের গুলিতে নিহত গৃহবধূ, বিশ্ববিদ্যালয় ছাত্র গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
অস্ত্রধারীদের গুলিতে নিহত গৃহবধূ, বিশ্ববিদ্যালয় ছাত্র গুলিবিদ্ধ

কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অস্ত্রধারীদের গুলিতে সেলিনা আক্তার (৪৫) নামের এক গৃহবধূ মারা গেছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ আহত হয়েছেন আরও দুইজন।

 

রোববার (১১ এপ্রিল) দিনগত রাত রাত আড়াইটার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝির ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেলিনা আক্তার ওই এলাকার ফরিদুল আলমের স্ত্রী।

আহতরা হলেন একই এলাকার সেলিম উদ্দিনের ছেলে নাজমুস সাকিব (২২) ও নুরুল আবছারের ছেলে সাইফুল ইসলাম (৩৫)।

এদের মধ্যে বুকের পাঁজরে গুলি লাগা নাজমুস সাকিবের অবস্থা আশঙ্কাজনক বলে জানান গেছে। সাকিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান বাংলানিউজকে বলেন, নিহতের মাথায় গুলির চিহ্ন রয়েছে। তাছাড়া নাকেও আঘাতের চিহ্ন পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে বারবাকিয়ার বুধামাঝির ঘোনা এলাকার নজরুল ইসলাম ও মাহমুদ হোছাইনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। রোববার রাতে মাহমুদ হোছাইনের ছেলে মাহমুদুল করিম ও মো. মফিজের নেতৃত্বে একদল ভাড়াটিয়া অস্ত্রধারী সদস্যরা বিরোধীয় জায়গা দখল নিতে যায়। এতে নজরুল ইসলামের পক্ষের লোকজন বাধা দিতে গেলে এলোপাতাড়ি গুলি ছোড়ে অস্ত্রধারীরা। এসময় ঘটনাস্থলেই মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান সেলিনা আক্তার। গুরুতর আহত গুলিবিদ্ধ অন্য দু'জনকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাঁদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা মাহমুদুল করিম ও মো. মফিজকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ দুই জনকে আটক করেছে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
এসবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ