ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে: রেলমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে: রেলমন্ত্রী রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ক্ষতিগ্রস্ত রেলস্টেশনের সব কিছু ঠিকঠাক করতে কিছুটা সময়ের প্রয়োজন উল্লেখ করে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, যত দ্রুত সম্ভব ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনটি আগের অবস্থানে ফিরিয়ে আনা হবে।  

রোববার (১২ এপ্রিল) দুপুরে হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার করা হবে।

তিনি আরো বলেন, ২০১৩ ও ১৪ সালে যারা জ্বালাও পোড়াও করেছে তারা এখনও সক্রিয় আছে। এদের প্রতিহত করতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প পথ নেই।

পরে মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হামলার শিকার বিভিন্ন ক্ষতিগ্রস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয়ের সচিবসহ ঊধ্বতর্ন কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।