ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নালিতাবাড়ী সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
নালিতাবাড়ী সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক 

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার শর্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে চিঠি পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

শনিবার (১০ এপ্রিল) বিকেলে  ভারতীয় ওই দুই নাগরিককে আটক করা হয়।

সূত্রে জানা গেছে, শনিবার সকালে নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকার কালাকুমা গ্রামে অবৈধভাবে ঘোরাঘুরি করছিলেন ভারতীয় দুই নাগরিক। এসময় রামচন্দ্রকুরা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। আটক  ব্যক্তিরা হলেন-কাবিল মিয়া ও সিদ্দিক আলী। তাদের বাড়ি ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার মানকারচর থানার কাত্রিপাড়ার ডাকাইর গ্রামে। এসময় তাদের কাছ থেকে দু’টি এনআইডি কার্ড, একটি ব্যাংকের এটিএম কার্ড ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।  

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।