ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দামুড়হুদায় ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, মার্চ ৪, ২০২১
দামুড়হুদায় ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু ফাইল ফটো

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রেনে কাটা পড়ে আকিব হোসেন (৭) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (০৪ মার্চ) বিকেলে উপজেলার জয়রামপুর রেল স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

আকিব দামুড়হুদার জয়রামপুর গাতিরপাড়ার আমজেদ আলীর ছেলে। সে উকতো মদিনাতুল উলুম বহুমুখী মাদ্রাসায় হেফজ খানার শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায়, বিকেলে বাইসাইকেলে চালিয়ে জয়রামপুর রেল স্টেশনের অদূরে রেললাইন পার হচ্ছিল আকিব। এ সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বাংলানিউজকে জানান, আকিব মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ০৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।