ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীর নিমতলীর সাত রওজা সড়কে আগুন আতঙ্ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

ঢাকা : রাজধানীর নিমতলীতে নবাবকাটরার পাশের গলি সাত রওজার একটি প্লাস্টিক কারখানায় বুধবার সন্ধা ছয়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এলাকায় আবারও বড় ধরনের অগ্নিকাণ্ডের আশঙ্কায় অধিবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।



ওই প্লাস্টিক কারখানার শ্রমিক ও আশপাশের লোকজন আগুন আগুন বলে চিৎকার দিয়ে উঠলে পুরো এলাকায় লোকজনের ছোটাছুটি শুরু হয়। হইচই, দৌড়াদৌড়ি শুরু হয় নিমতলী, নবাবকাটরা রাস্তায়ও।

ফায়র সার্ভিস সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মী নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় জনগণ ও কারখানার কর্মীরা আগুন নিভিয়ে ফেলে। প্রাথমিকভাবে জানা গেছে শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বাংলাদেশ সময় : ১৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।