ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামে মন্দির ভাংচুরের মূল হোতা গ্রেপ্তার

রমেন দাশগুপ্ত, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

চট্টগ্রাম: মহানগরের গোসাইলডাঙ্গায় কালীমন্দিরে হামলা ও ভাংচুর ঘটনার মূল হোতা মাসুদ রানাকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বেলা ১২টার দিকে বন্দর থানা সংলগ্ন পুরাতন বিমান বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।



মাসুদ রানাকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন বন্দর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মনির হোসেন।

বাংলানিউজকে তিনি জানান, বৃহস্পতিবার মাসুদকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে।

ঈদের দিন শনিবার রাত পৌনে ১১টার দিকে স্থানীয় সন্ত্রাসী মাসুদ ও রিংকুর নেতৃত্বে ৭-৮ জন যুবক মদ্যপ অবস্থায় গোসাইলডাঙ্গা শ্রী শ্রী শ্মশান কালীমন্দিরে ঢুকে ভাংচুর করে। হামলায় মন্দিরের একটি লোহার ও একটি কাঠের দরজা এবং মন্দিরের ভেতরে রাখা শিবলিঙ্গ, ঘট, নারায়ণ মূর্তি ভেঙ্গে যায়। রাতেই স্থানীয় জনতা রিংকুকে ধরে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।  

এ ঘটনায় কালীমন্দির কমিটির সভাপতি মিলন চৌধুরী বাদি হয়ে মাসুদকে মূল আসামি করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।  

মাসুদ গোসাইলডাঙ্গা কে ভি দোভাষ লেইনের হাজী শরিফ কোম্পানির ভাড়াটিয়া কবির আহম্মদের পুত্র।

বাংলাদেশ সময় ১৮৫১ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad