ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আইসিসির স্পন্সর মানির জন্য সরকারের কাছে পর্যটনের ধর্না

ইশতিয়াক হুসাইন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০
আইসিসির স্পন্সর মানির জন্য সরকারের কাছে পর্যটনের ধর্না

ঢাকা :  আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)  স্থানীয় অংশীদার বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি)। এ সুবাদে স্পন্সর মানি হিসেবে আইসিসিকে তাদের সাত কোটি টাকা দিতে হবে।

কিন্তু  এ মুহূর্তে অর্থ সংকটে ভুগছে বিপিসি। অগত্যা স্পন্সর মানির জন্য জন্য তারা  সরকারের কাছে হাত পেতেছে।

পর্যটন করপোরেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বলেন, গত বছরটা বাদ দিলে টানা ক`বছর ধরে পর্যটন করপোরেশন লোকসান গুনছে । তবে গত অর্থবছরে তাদের কিছু টাকা  (১৯ লাখ টাকা) আয় হয়েছে। ’

ওই কর্মকর্তা জানান, ‘স্থানীয় অংশীদার মনোনীত হওয়ায় সাত কোটি টাকা আইসিসিকে দিতে হবে। কিন্তু বিপিসির এক লোকসানি প্রতিষ্ঠান । তাদের পক্ষে এতো বড় অংকের টাকা দেওয়া অসম্ভব। তাই সরকারের কাছে ধর্না দেওয়া ছাড়া  কোনো বিকল্প নেই। ’

পর্যটন করপোরেশন সূত্রে জানা গেছে, স্পন্সর মানি ছাড়াও প্রচারকাজ ও ব্রান্ডিংয়ের জন্য আরো তিন কোটি টাকা চেয়েছে করপোরেশন। সব মিলিয়ে  চাওয়া হয়েছে ১০ কোটি টাকা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে বিপিসি চেয়ারম্যান এজন্য সরকারের কাছে আবেদন করেছেন।

বিপিসির চেয়ারম্যান হেমায়েতউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, ‘লোকাল পার্টনার হওয়ায় বিপিসিকে মোটা অংকের অর্থ দিতে হলেও বিনিময়ে বেশ কিছু সুবিধাও পাওয়া যাবে। খেলা চলাকালে বাংলাদেশের গুরুত্বপূর্ণ পর্যটন স্পটগুলোকে তারা দেখাবে। সেই সঙ্গে আইসিসির প্রত্যেকটি প্রচার কর্মসূচিতে পর্যটন করপোরেশনের লোগো স্থান পাবে। ’

 মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী বাংলানিউজকে বলেন, ‘আসন্ন আইসিসি বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে পর্যটন করপোরেশন ও পর্যটন বোর্ড একযোগে কাজ করবে। বিশ্বকাপ উপলক্ষে প্রস্তুতি শুরু করেছি আমরা। এজন্য অনেক অর্থের প্রয়োজন। ’

সরকারের কাছে বিপিসি’র অর্থ চেয়ে আবেদন করা  প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের আবেদন অবশ্যই বিবেচনা করা হবে। ’

পুরো দশ কোটি টাকাই বিপিসিকে দেওয়া সম্ভব বলে জানান পর্যটন সচিব।  

বাংলাদেশ সময় ১৮:৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।