ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

রেজাউল করিম বিপুল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

ফরিদপুর: ফরিদপুরের দুই মাদক ব্যবসায়ীকে সোমবার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এরা হলো- বাহার(২৬), বাড়ি নড়াইল জেলায়, অপরজন নজরুল ইসলাম (৩৮), বাড়ি  ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায়।



ফরিদপুরের বিশেষ ও দায়রা আদালতের বিজ্ঞ বিচারক মুজিবুর রহমান  এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৭ এপ্রিল জেলার ভাঙ্গা উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের বাড়াকান্দি এলাকায় র‌্যাব-৮ এর ২নং কম্পানির সদস্যরা বাসে তল্লাশি করছিলেন। এ সময় খুলনা থেকে ঢাকাগামী জাকের পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ফরিদপুর-ব-১১-০০২৭) গাড়ি তল্লাশি কালে আসামি নজরুল ও বাহারের কাছ থেকে  মোট ১৭৫ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।

এ ঘটনায় র‌্যাব ৮ এর পক্ষে মামলা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪০ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।