ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিসিসি কাউন্সিলর নোমানের বিরুদ্ধে আরো একটি মামলা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

বরিশাল: বরিশাল সিটি কর্পোরেশনের(বিসিসি) ৯নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন নোমানের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

নগরীর চকবাজার এলাকার ব্যবসায়ী মানিক হাওলাদার বুধবার দুপুরে ৫লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে কোতয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন।



কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কমলেশ চন্দ্র হালদার মামলার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তবে বিষয়টি তদান্তাধীন উল্লেখ করে এ বিষয়ে বেশী কিছু বলতে রাজী হননি তিনি।

এদিকে এঘটনায় বিসিসি’র সাধারন এবং সংরতি অধিকাংশ কাউন্সিলরদের নিয়ে বুধবার সভা করেছেন মেয়র শওকত হোসেন হিরন। সভায় কাউন্সিলর নোমান জামিনে মুক্তি পেলে বিষয়টি সমঝোতা করে দেবেন বলে সবাইকে আশ্বস্ত করেছেন বলে জানা গেছে।  

উল্লেখ্য, সোমবার রাতে শ্রমিকলীগ নেতা সোহরাব হোসেন হাওলাদার ওরুফে আক্কেল উদ্দিদের দায়ের করা চাঁদাবাজির মামলায় কাউন্সিলর নোমান বর্তমানে জেল হাজতে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০১০ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ