ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন মানববন্ধন/ ছবি: শাকিল আহমেদ

ঢাকা: মৌলবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট।  

বুধবার (০২ ডিসেম্বর) সকাল সোয়া ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন- বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রওশন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল ইসলাম রাজু, কেন্দ্রীয় নেতা রাজিয়া বেগম ও চান মিয়া প্রমুখ।  

সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি শাহ আলম বলেন, একাত্তরের পরাজিত সাম্প্রদায়িক শক্তি বঙ্গবন্ধুকে নিয়ে যে ধৃষ্টতা দেখিয়েছে, তাদের এ দেশে থাকার কোনো অধিকার নেই। এই মৌলবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সরকারকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। অবিলম্বে মাওলানা মামুনুলদের গ্রেফতার করে বিষ দাঁত ভেঙে দিতে হবে। না হয় সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে।  

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
টিএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।