ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল মাগুরার কাত্যায়নী পূজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল মাগুরার কাত্যায়নী পূজা মাগুরার কাত্যায়নী পূজা। ছবি: বাংলানিউজ

মাগুরা: ঢাকের বাজনার সাথে ধুনুচি হাতে নেচেছে মানুষ। অনেকে আবার মা কাত্যায়নী দেবীর কৃপা লাভের আশায় মুখে মিষ্টপান ও কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছেন।

এমন উৎসব মুখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হল মাগুরায় কাত্যায়নী উৎসব।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে মাগুরার চারটি উপজেলায়  ৯৪টি পুজা মণ্ডপে প্রতিমা বিসর্জনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষ করেন পুন্যর্থীরা।
 
এর আগে মাগুরা নতুন বাজার, ছানাবাবুর বটতলা, নিতাই গৌর সেবাশ্রম, সাহদোহা ন্যাংটা বাবার আশ্রম, বাটিকাডাঙ্গা পূজা মণ্ডপে নারীরা প্রতিমায় সিঁদুর পরিয়ে দেন, নিজেরা একে অন্যেকে সিঁদুর পরান।
 
মাগুরা পূজা উৎযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রদুৎ সিংহ বাংলানিউজকে বলেন, এ বছর করোনা মহামারীর কারণে উৎসব আমেজ সীমিত করা হয়েছে। বিজয় দশমীর মধ্যে দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের পাঁচদিন ব্যাপী কাত্যায়নী পুজা শেষ হল।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।