ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আহত ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আহত ৩ ফাইল ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের পোস্তগোলার মুখে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয়েছেন তিন যুবক। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা হলেন- রনি, রাকিব ও নাদিম। তারা তিনজনই বন্ধু, তাদের বয়স হবে ২০ থেকে ২২ বছর।

সোমবার (২৬ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির জানান, হানিফ ফ্লাইওভারে উঠার সময় পোস্তগোলার মুখে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এই তিন বন্ধু আহত হয়। একই মোটরসাইকেলে তিন বন্ধু ছিল। চালক ছিল নাদিম।

তিনি আরও জানান, লোকজনের কাছে আমরা জানতে পেরেছি, মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে ছিল। এটি পোস্তগোলার মুখে দাঁড়িয়ে থাকা একটি বুলডোজারের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে  নাদিম ছাড়া বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক। মোটরসাইকেলটি যাত্রাবাড়ী থানায় নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৩১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
এজেডএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।